
মুক্তির আগেই আমেরিকায় ১.২ কোটির ব্যবসা করল ‘জওয়ান’
আমেরিকাতে মুক্তির ১৫ দিন আগে জওয়ানের প্রথম দিনের ৯,৭০০ টিকিট বিক্রি হয়েছে। তার মধ্যেই ৯,২০০ টি টিকিট জওয়ানের হিন্দি শো-এর। বাকি ৫০০ টিকিট তামিল ও তেলুগু ভার্সনের। ট্রেড অ্যানালিস্ট সূত্রে খবর, জওয়ান ইতিমধ্যেই মার্কিন মুলুকে ১.২ কোটির ব্যবসা করেছে। আমেরিকায় মোট ৩৬৭ টি শোতে চলবে এই ছবি। জওয়ানেরও প্রথম দিনের কালেকশন ১০০ কোটি ছাড়াবে বলেই মনে করা হচ্ছে।