
সভার আগেই হলদিয়া জুড়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টার
হলদিয়ায় শুভেন্দু অধিকারীর নামে পড়ল পোস্টার। শনিবার হলদিয়া চলো বিশাল জনসভা রয়েছে শুভেন্দু অধিকারীর। তার আগে পোস্টার পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বন্দর শহর জুড়ে। আগামীকাল পূর্ব মেদিনীপুরের হলদিয়ার হেলিপ্যাড ময়দানে বিরোধী দলনেতার নেতৃত্বে সভা করতে চলেছে বিজেপি। হলদিয়া নাগরিক কমিটির নামে ওই পোস্টার ফেলা হয়েছে। পোস্টারে লেখা, পকেটমার শুভেন্দু অধিকারী দূর হঠাও। এমনকী ত্রিপল চোর গদ্দার অধিকারী হঠাও।