কোভিড রিপোর্ট নেগেটিভ, বেলেঘাটা আইডি থেকে ছেড়ে দেওয়া হচ্ছে ব্রিটিশ নাগরিককে
সম্প্রতি কলকাতা বিমান বন্দরে কোভিড পজেটিভ ধরা পড়েছিল ব্রিটিশ নাগরিক কিলবানে কিরাতি মেরি। কোভিড পজিটিভ হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে। অবশেষে বৃহস্পতিবার ওই মহিলার করোনা রিপোর্ট-এল নেগেটিভ। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রের খবর, করনা রিপোর্ট নেগেটিভ আসায় আগামী শুক্রবার তাঁকে ছুটি দেওয়া হবে। জানা গিয়েছে, ৯০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক কিলবানে কিরাতি মেরির কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সেপটিস, শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা রয়েছে তাঁর। শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত রবিবার গভীর রাতে কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়ার বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন কিলবানে কিরাতি মেরি। ওইদিন কলকাতা বিমানবন্দরে র্যান্ডম করোনা পরীক্ষায় তাঁর কোভিড ধরা পড়ে। রবিবার রাত ১২টা ৪০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। বুদ্ধগয়া যাওয়ার উদ্দেশ্যেই কলকাতায় আসেন। করোনা ধরা পড়ার পর তড়িঘড়ি ওই ব্রিটিশ মহিলাকে কলকাতার বেলেঘাটা হাসপাতালে ভর্তি করা হয়। ওই মহিলার সঙ্গে আগত বিমানের অন্যান্য যাত্রীদেরও পর্যবেক্ষণে রাখা হয়।যদিও বিমানের অন্যান্য যাত্রীদের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এরপর বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করে তাঁকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে কোয়ারেন্টাইনে রাখা হয়। অবশেষে পুনরায় করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে শুক্রবার হাসপাতাল থেকে ছেড়ে দিতে চলেছে কর্তৃপক্ষ।