ডাক্তারদের কনফারেন্সে স্বল্পবসনা তরুণীর বেলি ডান্স! ভাইরাল ভিডিওতে ইতিমধ্যেই মন্তব্যের ঝড় উঠেছে সমাজমাধ্যমে

ডাক্তারদের কনফারেন্সে স্বল্পবসনা তরুণীর বেলি ডান্স। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ)। তাতে দেখা যাচ্ছে পানীয় হাতে তাঁকে সঙ্গ দিচ্ছেন ডাক্তাররা। ছিলেন বেশ কয়েকজন প্রবীণ ডাক্তারও। ছোঁয়ারও চেষ্টা করছেন। আরজি কর কাণ্ডের আবহে এই ঘটনাকে কটাক্ষ কুণাল ঘোষের। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ৪৭ তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হল দুর্গাপুরে ১৯ এবং ২০ তারিখে। কোলন (colon) এবং রেক্টাল (rectal) ডক্টরস এসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। ঘটনাচক্রে আরজিকর হাসপাতালের দুই প্রাক্তনী এর এক্সিকিউটিভ কমিটি সদস্য। ডাক্তাররাও তো মানুষ, প্রতিবাদেও আছেন, উৎসবেও আছেন, তারই উদাহরণ এই ভিডিও । ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। মন্তব্যের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। 

https://twitter.com/i/status/1838198013912604718
error: Content is protected !!