আগামী ১ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ

নতুন বছরের প্রথম দিনেই ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ। সোমবার রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের তরফে একটি টুইট করে জানানো হয়, অনিবার্য কারণে আগামী ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ বন্ধ থাকবে। উল্লেখ্য, গত বছরও কল্পতরু উৎসবে সময় বন্ধ ছিল বেলুড় মঠের দরজা। এদিকে বছরের প্রথম দিনে বেলুড় মঠে বহু দর্শনার্থী ভিড় জমান। সেক্ষেত্রে ভিড় এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান ওয়াকিবহাল মহলের একাংশের।

error: Content is protected !!