শপথ নিয়েই শহরের দুই হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

বঙ্গ ভোটে বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বার নবান্নে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন করোনা মোকাবিলা তাঁর সরকারের এখন প্রাথমিক লক্ষ্য। সেই লক্ষ্যেই এদিন নবান্ন থেকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে ছিলেন কলকাতা (বন্দর)-এর তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। জানা গিয়েছে, সেই হাসপাতালের করোনা পরিকাঠাময় খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিত্‍সক, স্বাস্থ্য কর্মী এবং নার্সিং স্টাফদের সঙ্গে। করোনা চিকিত্‍সা স্বার্থে আর কী ভাবে স্বাস্থ্য দফতর সাহায্য করতে পারে? কোথায় অসুবিধা? কী দরকার, সেই সব নিয়ে কথা বলেন হাসপাতাল সুপারের সঙ্গে। তারপরেই তিনি পৌঁছন ভবানীপুরে পুলিশ হাসপাতালে। সেখানে মুখ্যমন্ত্রীকে সঙ্গত দিয়েছেন কলকাতার সিপি সৌমেন মিত্র। পুলিশ হাসপাতালে করোনা বেড বাড়াতে সুপারকে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এমনকি, সেই অতিরিক্ত বেড বেসরকারি হাসপাতাল মেডিকা পরিচালনা করবেন। এদিন পুলিশ হাসপাতালে দাঁড়িয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

error: Content is protected !!