ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের ভবিষ্যত অনিশ্চিত, সাহায্যের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউক্রন ফেরত মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের অনিশ্চিত ভবিষ্য়তের আশঙ্কায় এই চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতে ফিরে এলেও ভবিষ্যত অনিশ্চিত সেইসব পড়ুয়াদের যাঁদের মাঝ পথেই পড়াশোনা ছেড়ে আসতে হল। ইউক্রেন থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসা নাগরিকদের মধ্যে এখনও পর্যন্ত ৩৯১ জন পড়ুয়া রয়েছে। সেইসব পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে লিখেছেন, “দেশে মেডিক্যাল পড়াশোনা ন্য়াশনাল মেডিক্যাল কমিশন কর্তৃক পরিচালিত হয়। তাই কিছু পরামর্শ দেওয়া হল বিবেচনার জন্য।” তিনি চিঠিতে চারটি পরামর্শেরও উল্লেখ করেছেন। পরামর্শগুলি হল-
১. এনএমসি এর বর্তমান গাইডলাইন অনুসারে যেসব শিক্ষার্থীরা ইন্টার্নশিপের জন্য যোগ্য তাঁদের রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে ভাতা সহ তাঁদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হোক।
২. বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের নিজ নিজ বর্ষে বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে বিদ্যমান আসনগুলিতে ভর্তির সুযোগ দেওয়া হোক। সেই হিসেব মতো আসন সংখ্য়াও বাড়ানো হোক।
৩. এনএমসি এর নিয়ম অনুযায়ী যেসব ছাত্র-ছাত্রীরা ন্যাশনাল এন্ট্রান্স এলিজিবিলিটি টেস্ট (NEET-UG) উত্তীর্ণ হয় তাঁরাই একমাত্র মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারেন। ইউক্রেন থেকে ফেরা এইসব পড়ুয়া ভর্তি হওয়ার এই নিয়ম পূরণ করে না। বিশেষ ব্যবস্থা হিসেবে এইসব পড়ুয়াদের ভর্তির জন্য অনুরোধ করা হচ্ছে যাতে সংশ্লিষ্ট গাইডলাইন কিছুটা শিথিল করা হোক।
৪. রাজ্য কোটা ফি এর আওতায় বেসরকারি মেডিক্যাল কলেজগুলি এইসব পড়ুয়াদের জায়গা করে দিতে প্রস্তুত। কোর্সের ফি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার এইসব শিক্ষার্থীদের আর্থিক সাহায্য় দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী নিজেই এদিন ঘোষণা করেছেন ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের রাজ্যের মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ দেওয়া হবে এবং কলেজে ভাতা সহ ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ইউক্রেন ফেরত যে সব পড়ুয়া প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষে পড়াশোনা করছিলেন, তাদের দেশের বেসরকারি হাসপাতালগুলিতে সমমানের স্তরে ভর্তি করার অনুমতি দেওয়া হোক। পাশাপাশি যে সমস্ত পড়ুয়া ইন্টার্নশিপের যোগ্য, তাদের সরকারি মেডিকেল কলেজে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হোক।’ পরিস্থিতি সামাল দিতে রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে যাতে আসন সংখ্যা বাড়ানো যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

error: Content is protected !!