ছাত্রসমাজের নেতা সায়ন লাহিড়ীকে মুক্তি দিল আদালত, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে রাজ্য
কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই আজ জেল থেকে মুক্তি পেলেন ছাত্র সমাজ নেতা সায়ন লাহিড়ি৷ এ দিন ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পান সায়ন৷ যদিও ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে এ দিনই সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার৷ নবান্ন অভিযানে অশান্তির পরের দিন গত ২৮ অগাস্ট সায়ন লাহিড়িকে গ্রেফতার করে পুলিশ৷ ষড়যন্ত্র সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়৷ যদিও গতকালই সায়ন লাহিড়িকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ আজ বেলা দুটোর মধ্যে সায়ন লাহিড়ির মুক্তি নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ হাইকোর্টের নির্দেশ মতোই এ দিন সায়নের মুক্তির নির্দেশ জারি করে ব্যাঙ্কশাল আদালত৷ যদিও আজই সায়নের জামিনের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার৷ জরুরি শুনানির জন্য মামলাটি সোমবার সুপ্রিম কোর্টে উঠতে পারে৷ সায়ন লাহিড়ী মুক্তি পাওয়ার পর তাঁর পাশে থাকার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান সায়ন লাহিড়ী ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিচারের দাবিতে লড়াই চলবে৷ আমাদের যে সঙ্গীরা এখনও জেলবন্দি রয়েছেন, তাঁদেরকে ছাড়াতেও লড়াই চালিয়ে যাব আমরা৷ সায়নের মুক্তির সময় এ দিন আদালত চত্বরে তাঁর পাশে দেখা গিয়েছে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডাকেও৷