
ভিন রাজ্য থেকে জাল ওষুধ ঢুকছে পশ্চিমবঙ্গে, দুই বিজেপি শাসিত রাজ্য বিহার ও উত্তরপ্রদেশকে কড়া চিঠি নবান্নের
কয়েকদিন ধরে জাল ওষুধ উদ্ধারের ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছে ৷ এবার জাল ওষুধের রমরমা রুখতে নড়েচড়ে বসল নবান্ন ৷ শুধু রাজ্য নয়, বাংলার বাইরেও এর শাখা-প্রশাখা রুখতে চেষ্টা চালাচ্ছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা ৷ এই পদক্ষেপের অংশ হিসাবে নবান্নের পক্ষ থেকে দুই প্রতিবেশী রাজ্য বিহার ও উত্তরপ্রদেশে বিজেপি সরকারকে চিঠি পাঠিয়ে সতর্ক করা হচ্ছে ৷ বিগত বেশ কিছু দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমাণে জাল ওষুধ উদ্ধারের ঘটনা ঘটেছে ৷ এরপরই তৎপর হল নবান্ন ৷ রাজ্যের ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট জাল ওষুধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছে ৷ ইতিমধ্যে বেশ কয়েকজন জাল ওষুধ কারবারিদের গ্রেফতার করা হয়েছে ৷ এদিকে এই ওষুধের সঙ্গে কোটি কোটি মানুষের জীবন জড়িয়ে ৷ তদন্তে আন্তঃরাজ্য লেনদেনের সূত্র উঠে এসেছে ৷ অভিযোগের আঙুল উঠেছে দুই বিজেপি শাসিত প্রতিবেশী রাজ্য বিহার ও উত্তরপ্রদেশের দিকে ৷ মনে করা হচ্ছে, ওই রাজ্যগুলি থেকেই রাজ্যে জাল ওষুধ সরবরাহ করা হচ্ছে ৷ নবান্ন সূত্রে খবর, শুধু এই দুই রাজ্য নয়, জাল ওষুধের বিষয়ে খুব শীঘ্রই দিল্লিকেও চিঠি পাঠানো হতে পারে ৷ রাজ্য সরকারের এক প্রবীণ আধিকারিক জানিয়েছেন, গত ক’দিন ধরে দফায় দফায় যেভাবে জাল ওষুধ ধরা পড়েছে, তাতে চিন্তিত রাজ্য প্রশাসন ৷ ওষুধের সঙ্গে বহু মানুষের জীবন জড়িয়ে ৷ তাই বিষয়টিকে কোনওভাবে হালকা করে দেখা হচ্ছে না ৷ আর সেই দিক মাথায় রেখে এই বিপুল জাল ওষুধের উৎস সন্ধানে উঠেপড়ে লেগেছে নবান্ন ৷ সূত্রের দাবি, জাল ওষুধের তদন্তে বিহার ও উত্তরপ্রদেশের যোগসূত্রের প্রমাণ মিলেছে ৷ তদন্তে বিহার ও উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গার নাম পাওয়া গিয়েছে ৷ যেখানে এই জাল ওষুধগুলি তৈরি করা হচ্ছে ৷ সেই তথ্য উল্লেখ করে রাজ্য সরকার বিজেপি শাসিত দুই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও যোগী আদিত্যনাথের কাছে প্রয়োজনীয় রিপোর্ট চেয়েছে ৷ রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারাও যেন এই বিষয়ে তদন্ত করে এবং তাদের রিপোর্ট পেলে রাজ্যের তদন্ত প্রক্রিয়া আরও দ্রুত ও মসৃণ হবে ৷ নবান্ন সূত্রের খবর অনুযায়ী, রাজ্য সরকার আগামী সপ্তাহেই বিস্তারিত তথ্য-সহ একটি চিঠি দিল্লি পাঠাবে ৷