নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল রাজভবন
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় এবার কড়া অবস্থান নিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই ঘটনার প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় বিবৃতি জারি করল রাজভবন। শুধু তাই নয়, গোটা ঘটনায় রাজ্যের কাছ থেকে রিপোর্টও তলব করা হয়েছে। পাশাপাশি, বিবৃতিতে রাজ্যপাল এ-ও দাবি করেছেন, “বহু মহল থেকেই তাঁর কাছে ৩৫৫ ধারা জারি করার দাবি এসেছে।” রাজভবনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “নিশীথ প্রামাণিকের উপরে আক্রমণের ঘটনা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত করতে হবে। এই ধরনের আক্রমণকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করার বিষয়ে পশ্চিমবঙ্গ আশাকরি ‘নরম রাজ্য’ হয়ে যাবে না। আমি রিপোর্ট চেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি এমন হয়, রাজ্যপাল চুপ করে বসে থাকতে পারে না। আন্দোলন করার অধিকার আছে কিন্তু এইভাবে হিংসা ছড়ানোর অধিকার সমাজ কাউকে দেয়নি। এই ধরনের ঘটনা ঘটায় আমি আশঙ্কিত এবং অবাক।” তবে শুধু এখানেই থেমে থাকেননি রাজ্যপাল। বিবৃতিতে তিনি আরও বলেন, “এই রকম সংস্কৃতি পূর্ণ রাজ্যে কী ভাবে এই ধরনের ঘটনা ঘটল, তা ভেবে আমি খুব আশ্চর্য হয়েছি। বিভিন্ন দিক থেকে আমার কাছে ৩৫৫ ধারা জারি করার দাবিও এসেছে। আর যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, পশ্চিমবঙ্গ সরকার নিশ্চই সেই বিষয়ে পদক্ষেপ করবে।”