বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জেড প্লাস নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিরাপত্তা বাড়ানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। বুধবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এবার থেকে বাংলার রাজ্যপাল আনন্দ বোস কেন্দ্রের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। ভারতের যেখানেই তিনি যাবেন তাঁকে সর্বদা নিরাপত্তা দেবে সিআরপিএফের জওয়ানরা। উল্লেখ্য রাজ্যের পূর্ববর্তী রাজ্যপাল জগদীপ ধনখড়কেও জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। এবার বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও একই ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

error: Content is protected !!