রাজ্যে সংক্রমণ কমলেও বাড়লো বিধিনিষেধের মেয়াদ

রাজ্যে করোনা সংক্রমণ কমলেও এখনই উঠছে না বিধিনিষেধ। সোমবার এক নির্দেশিকা জারি করে করোনা বিধিনিষেধ আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিল নবান্ন। নির্দেশিকায় বলা হয়েছে, মানুষ ও যানবাহনের যাতায়াত, জমায়েত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধই থাকছে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন ও জরুরি পরিষেবা চালু থাকবে।  সোমবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার যে নির্দেশিকা আগে ছিল সেটাই বলবত থাকছে। ফলে সাধারণ মানুষকে তা মেনে চলতে হবে। অফিস, ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে তার কর্মীদের জন্য কোভিড সেফটির ব্যবস্থা করতে হবে। নিয়মিত স্যানিটাইজেশন সহ করোনা বিধি সম্পূর্ণরূপে মেনে চলতে হবে।

error: Content is protected !!