সিঙ্গুরে ন্যানো বিদায়ের পর এবার বড়সড় ধাক্কা খেল রাজ্য, টাটাকে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

ন্যানো বিদায়ের প্রায় ১৫ বছর পর এবার বড়সড় ধাক্কা খেল রাজ্য। টাটাকে কমপক্ষে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল আরবিট্রাল ট্রাইব্যুনাল। সঙ্গে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ১১ শতাংশ হারে বার্ষিক সুদও। রাজ্যে তখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বামেরা। স্লোগান উঠেছিল, ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ’। কিন্তু সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানা তৈরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল আন্দোলনের মুখে একলাখি গাড়ির কারখানা চলে গিয়েছিল গুজরাতে। ২০১১ সালে রাজ্যে পালাবদল ঘটে। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই সুপ্রিম কোর্টের নির্দেশে সিঙ্গুরে ‘অনিচ্ছুক’ কৃষকরা জমি ফেরত দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে ন্যানো হারানো ৬.৩২ একর জমিতে এখন  তৈরি করা হবে শিল্প তালুক।সেখানে শিল্প গড়তে চেয়ে রাজ্যের কাছে ইতিমধ্যেই রাজ্যের কাছে আবেদন করেছেন ১০ নতুন সংস্থা। নবান্নে সূত্রে তেমনই খবর। এদিকে ন্যানো বিদায়ের পর আরবিট্রাল ট্রাইব্যুনাল মামলা করে টাটা মোটরস। ১৫ ধরে চলল শুনানি। অবশেষে টাটার পক্ষেই রায় দিল ৩ সদস্যের  আরবিট্রাল ট্রাইব্যুনাল।