পরীক্ষার সময়সীমা পরিবর্তন করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

পরীক্ষার সময়সীমা পরিবর্তন করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার টু-এর পরীক্ষার সময়সীমাতে পরিবর্তন আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ২৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গেই সেমিস্টার টু-এর পরীক্ষা শুরু হবে। দুপুর তিনটের পরিবর্তে দুপুর দুটো থেকে সেমিস্টার টু-এর পরীক্ষা শুরু হবে। দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত হবে সেমিস্টার টু-এর পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সোমবার নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে। মিউজিক, ভিজুয়াল আর্টসের পরীক্ষা হবে দুপুর দুটো থেকে দুপুর ৩টে ১৫ মিনিট পর্যন্ত। মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের সেমিস্টার টু-এর পরীক্ষা নেওয়া হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। তারপরেই সেমিস্টার টু-এর পরীক্ষা একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য শুরু হবে দুপুর দুটো থেকে। যা দুপুর তিনটে থেকে শুরু হওয়ার কথা জানিয়েছিল সংসদ।