
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৩৭
একদিনে নতুন করে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ৩৭ জন। নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার ৬৩৭ জনের নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় সংক্রমণ হার অর্থাৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশে। নতুন করে আরও ৩৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৭ হাজার ৩১৫ জনে। নতুন করে প্রাণহানি না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ১৯৭ জনেই থমকে রয়েছে। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৬ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৫ হাজার ৪৮২ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯২ শতাংশেই রয়েছে।
