প্রয়াত তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা

প্রয়াত হলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের মন্ত্রী সুব্রত সাহা। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আধ ঘন্টার মধ্যে প্রয়াত হন রাজ্যের মন্ত্রী। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রাজ্যের খাদ্য ও প্রক্রিয়া করন দফতরের মন্ত্রী তথা সাগরদিঘীর বিধায়ক সুব্রত সাহাকে বৃহস্পতিবার ১০টা ৪০ মিনিট নাগাদ বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আচমকা বুকে ব্যথা হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তড়িঘড়ি চিকিৎসকরা তাঁকে আইসিইউ-তে নেন। কিন্তু শেষরক্ষা হল না। হাসপাতালে ভর্তি হওয়ার আধ ঘন্টার মধ্যে তাঁর প্রয়াণ ঘটে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা ২ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন সুব্রত সাহা। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। রাজ্যের মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। সাগরদিঘির ৩ বারের বিধায়ক সুব্রতবাবু পূর্ত দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘ দিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক এবং সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন এবং অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

error: Content is protected !!