গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৩ হাজার ৪৫১
রাজ্য দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা টপকে গেল ৩ হাজারের গণ্ডিও ৷ শুক্রবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন ৷ আগের দিন যা ছিল ২ হাজার ১২৮ জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫৪ জন ৷ রাজ্যজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ৩৮ হাজার ৪৮৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৭ জনের। তার ফলে এখনও পর্যন্ত মোট ১৯ হাজার ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫১০ জন। বাংলায় মোট করোনাজয়ী ১৬ লক্ষ ৮ হাজার ১১ জন। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ৮.৪৬ শতাংশ।