
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ২১৫
গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২১৫ জন। আর মৃত্যুমিছিলে সামিল হয়েছেন তিনজন। দৈনিক সংক্রমণের পাশাপাশি সংক্রমণ হারও আগের দিনের তুলনায় কমেছে। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য ৭৮ শতাংশে। গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি। মারণ ভাইরাসকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২২০ জন। এ নিয়ে করোনাকে জয় করলেন ১৯ লাখ ৯১ হাজার ৮৯৯ জন। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ১৫ হাজার ১৮ জন। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মারা গিয়েছেন তিন জন। যার ফলে রাজ্যে করোনার ছোবলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ১৭৫ জনে।’

