গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৩ হাজার ৫১২

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫১২ জন এবং মৃত্যুর হয়েছে ৩৫জন রোগীর। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। তিলোত্তমায় ৪৫৯ জনের শরীরে হানা দিয়েছে ভাইরাস। উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমিত ৪৩৩ জন। তার ফলে আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে দক্ষিণবঙ্গের এই জেলাটি। বাংলায় মোট কোভিড আক্রান্ত ১৯ লক্ষ ৯০ হাজার ১৭৯ জন। এদিকে এদিন করোনা থেকে সেরে উঠেছেন ১১ হাজার ২৮৮ জন। ফলে সুস্থতার হার দাঁড়াল ৯৭.০৬ শতাংশ। ফলে এদিন রাজ্যের করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৩১ হাজার ৭১১ জন। 

error: Content is protected !!