
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত ৪ হাজার ৯৬৯
গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৬৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৪জন রোগীর। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৭৯ হাজার ২৫৪ জন। এখনও পর্যন্ত মোট ২০ হাজার ৪৪৫ জনের প্রাণহানি হয়েছে। অ্যাকটিভ কেস ৬৭ হাজার ৩৬৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হারও বেশ সন্তোষজনক। করোনাকে হারিয়েছেন ১৭ হাজার ৭৩৪ জন। সুস্থতার হার ৯৫.৫৬ শতাংশ।

