
স্কুল খুলতে আরও সময় চায় রাজ্য, সিদ্ধান্ত নিতে ২ সপ্তাহ দিল কলকাতা হাইকোর্ট
রাজ্যে স্কুল খোলার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে৷ সেই মামলার শুনানিতেই রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, “আমরা সবাই স্কুল খুলতে সচেষ্ট। অনলাইনে শিক্ষা এবং সশরীরে শিক্ষার আকাশ-পাতাল তফাৎ। আমরা জানি। কিন্তু সাবধানে চলতে হবে। স্কুল খোলার ব্যাপারে রাজ্যেরই দায়িত্ব নেওয়ার কথা।” অ্যাডভোকেট জেনারেল আরও বলেন, “এটা সামাজিক ও শিক্ষা সংক্রান্ত একটা নীতির ব্যাপার । আমরা পুজার আগে স্কুল খুলেছিলাম । কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছি । আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি প্রতিদিন । ৩ জানুয়ারি পর্যন্ত ১৮ বছর বয়সের নিচে ভ্যাকসিন নিতে পারেনি । কেন্দ্র সবে ১২ বছরের বেশি বয়সিদের টিকাকরণের অনুমোদন দিয়েছে । ১৫-১৮ বছরের ৪৫ লক্ষ ছেলে মেয়েকে ভ্যাকসিন দেওয়া জরুরি । ৩৩ লক্ষ প্রথম ডোজ গ্রহণ করেছে । প্রথম ডোজের দু-তিন সপ্তাহের পর্যন্ত খেয়াল রাখা দরকার । অন্তত ৮৫ শতাংশ ছেলেমেয়ের ভ্যাকসিন না হলে রাজ্যের পক্ষে বিষয়টি চিন্তার । ওমিক্রন খুব দ্রুত সংক্রমণ ছড়ায় সেটা আমরা ইতিমধ্যেই জেনেছি । তাতে আক্রান্ত হলে বাচ্চাদের ক্ষতি হতে পারে ৷ আমরা এই নিয়েও চিন্তিত । এই ব্যাপারে নীতি নির্ধারণ করে সিদ্ধান্ত নিতে হবে ।” এদিন মামলাকারীদের তরফে রাজ্যে এখনও পর্যন্ত কত ছেলেমেয়ে স্কুল ড্রপ আউট হয়েছে তার একটা হিসাব আদালতে জমা দেওয়ার আর্জি জানানো হয় আজ । মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করতে গিয়ে যুক্তি দেন, ‘স্কুল, কলেজ না খুললে ছাত্র ছাত্রীরা মানসিক ভাবে বিপর্যস্ত হচ্ছে। দূরত্ব বজায় রেখে করোনা বিধি মেনে চালু হোক শিক্ষা প্রতিষ্ঠান।’ শেষ পর্যন্ত দু’ পক্ষের সওয়াল জবাব শুনে স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত নিতে রাজ্যকে ২ সপ্তাহ সময় দেয় হাইকোর্ট৷ মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ ফেব্রুয়ারি৷