কাশ্মীরের সন্ত্রাসবাদীদের হামলায় প্রাণ হারালেন বাংলার জওয়ান, টুইটে শোকপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কাশ্মীরের রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে জঙ্গি দমন অভিযান চলাকালীন জঙ্গিদের সূরা বোমা বিস্ফোরণে প্রাণ হারান সিদ্ধান্ত ছেত্রী । মৃত্যু হয় ৫ জওয়ানের। সিদ্ধান্ত দার্জিলিংয়ের বিজনবাড়ির বাসিন্দা ছিলেন। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার। সিদ্ধান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আমাদের দেশপ্রেমিক জওয়ানরা সন্ত্রাসীদের খতম করতে গিয়ে তাঁদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ কখনোই ভোলা যাবে না। আমি সিদ্ধান্ত ছেত্রীর শোকসন্তপ্ত পরিবার এবং অন্যান্য দেশপ্রেমিকদের জন্য আমার আন্তরিক সমবেদনা জানাই যারা গতকাল প্রাণ হারিয়েছেন।”

error: Content is protected !!