বনধের দিন অফিস না-গেলে কাটা যাবে বেতন, কড়া নির্দেশিকা রাজ্য সরকারের

বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষকে বনধ সমর্থন না করার আহ্বান জানাল নবান্ন। রবিবার পৌরভোট নিয়ে উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। ভোট শেষের পরেই সন্ত্রাসের আবহে ভোটের অভিযোগ তুলে 12 ঘণ্টা বাংলা বনধ ডেকেছে বিজেপি। আর এই ঘোষণার পরেই রাজ্যের প্রশাসনিক ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষকে জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য আবেদন জানাল রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্কুল-কলেজ, বাজার-দোকান, অফিস-কাছারি খোলা থাকবে। সমস্ত পঞ্চায়েতের দফতর, মিউনিসিপাল অফিস যথারীতি খোলা থাকবে। বন্ধের দিন সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হচ্ছে। যদি সরকারি কোনও কর্মী বনধকে সমর্থন করে ছুটি নেন সেক্ষেত্রে তাঁর চাকরি জীবন থেকে একদিন কমে যাবে বলে জানিয়ে দিয়েছে নবান্ন। শুধু তাই নয়, অর্থ দফতরে তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অফিসে না-এল কাটা যাবে বেতন ৷ অর্থ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, বনধের আগের দিন যাঁরা ছুটিতে থাকবেন, সোমবার তাঁদের কাজে যোগ দিতেই হবে। বন্‌ধের দিনকে মাঝখানে রেখে আগে বা পরের দিন ছুটি নেওয়া যাবে না। নির্দেশিকা অমান্য করলে, একদিনের বেতন কেটে নেওয়া হবে।

error: Content is protected !!