শীতের আমেজ থাকলেও বছরের প্রথম দিনেই বাড়ল তাপমাত্রা

২০২৩ সালের পয়লা জানুয়ারিতেই বাড়ল তাপমাত্রা । বছরের প্রথম দিনই শীতের দাপট কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় এক রাতে তিন ডিগ্রি পারদ চড়ল। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি আপাতত নয়। আবহাওয়া দপ্তর সূত্রের খবর কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে । আগামী ৩ দিন এরকমই থাকবে আবহাওয়া। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৪২ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আজও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। রাজ্যজুড়েই কুয়াশা হবে। বেশিরভাগ জেলাতেই হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। খুব কম জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং ছাড়া আপাতত রাজ্যের আর কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী তিন দিন শুষ্ক আবহাওয়া পরিষ্কার আকাশ। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে  শীতের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কম থাকতে পারে।

error: Content is protected !!