নির্ধারিত সময়ের আগেই বঙ্গে আসতে চলেছে বর্ষা, জানালো আবহাওয়া দফতর

নির্ধারিত সময়ের আগেই এবার বঙ্গে আসতে চলেছে বর্ষা৷ আজ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা ডঃ গণেশ চন্দ্র দাস বলেন, “জুন মাসের ৩ তারিখ উত্তরবঙ্গের প্রবেশ করবে বর্ষা । আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের কালবৈশাখী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরশুদিন থেকে বৃষ্টির পরিমাণ কমবে ও তাপমাত্রা খানিকটা বাড়বে । আজ ৩৫ ডিগ্রি কলকাতার তাপমাত্রা, পরশুদিন তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে পৌঁছবে । জলীয়বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে বাতাসে, তার জন্য আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ।” মৌসুমী বায়ু আজ কেরালা, কর্নাটক, তামিলনাড়ু এবং আরব সাগরের পার্শবর্তী এলাকায় আসতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের কিছু এলাকা ও সিকিমে মৌসুমীবায়ু প্রবেশ করবে । তার ফলে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গিয়েছে ৷ আজ ও আগামিকাল কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা । পরশু কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পং ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।