উত্তুরে হাওয়ার দাপটে নামল পারদ, সপ্তাহান্তে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা

 শীতপ্রেমীদের জন্য সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহান্তেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। গতকাল, মঙ্গলবারের তুলনায় আজ, বুধবার অনেকটাই কমেছে শহরের তাপমাত্রা। আগামিকাল বৃহস্পতিবার সেই পারদের আরও পতন হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। সমস্ত বাধা টপকে রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। তাই নামছে পারদ। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১.৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম বলে জানা গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে এই পারদের পতন অব্যাহত থাকবে বলেই জানা যাচ্ছে।

error: Content is protected !!