‌কলকাতায় নামল পারদ ১৯ ডিগ্রির নীচে

শীতের শুরু বাংলায়। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সকালে কুয়াশা, পরে কোথাও আংশিক মেঘলা আকাশ। প্রভাব বাড়বে উত্তর-পশ্চিমের বাতাসের। এমনটাই জানিয়েছে  আবহাওয়া  দফতর। উইকেন্ডেই বাড়বে শীতের আমেজ। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি হবে। কলকাতায় ১৮.৬ ডিগ্রির নীচে নামল পারদ। আজ, শনিবার সকালে হালকা কুয়াশা, পরে আংশিক মেঘলা আকাশ। উত্তর পশ্চিমের বাতাসে আবহাওয়ার পরিবর্তন হবে 

error: Content is protected !!