৩দিনে ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা
নভেম্বরের প্রথমদিকে শীতের আমেজ থাকলেও মাস শেষে উধাও নভেম্বরের শীত। ৩দিনে ৫ ডিগ্রি বাড়ল রাতের তাপমাত্রা। মঙ্গলবার থেকে তিন দিনে রাতের তাপমাত্রা বাড়ল পাঁচ ডিগ্রি। বুধবার তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহান্তে ফের কিছুটা পড়তে পারে শীত। অর্থাৎ পারদ পতনের ইঙ্গিত আবহাওয়া দফতরের। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জমিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে। মৌসম ভবনের তরফে জানান হয়েছে, দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি দক্ষিণ-পূর্ব আরব সাগর এলাকায়। অন্যটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলেই কনকনে ঠান্ডা উত্তর পশ্চিম ভারতের বাতাস প্রবেশে বাধা সৃষ্টি করছে গাঙ্গেয় বঙ্গে। ফলে রাতের তাপমাত্রা অনেকটা বেড়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। আপাতত শীতের আমেজ উধাও হচ্ছে পশ্চিমাঞ্চলের বিহার ঝাড়খণ্ড লাগোয়া কিছু জেলা ছাড়া বাকি দক্ষিণবঙ্গে কিছুটা গরম অনুভূত হবে।আলিপুর আবহাওয়া দফতরের তরফে অবশ্য জানান হয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত বাড়বে রাজ্যে। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা নামতে পারে অনেকটাই। তার আগে আপাতত জমিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই বলেই জানান হয়েছে।