কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে বাংলার তরুণীকে একাধিকবার ‘গণধর্ষণ’
দিল্লির গুরুগ্রামে চক্করপুর এলাকার কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে গণধর্ষণের শিকার বাংলার তরুণী। ঘটনায় জোর চাঞ্চল্য। পুলিশের দ্বারস্থ তরুণী। এখনও অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হয়নি। তদন্ত চলছে বলেই জানায় পুলিশ। নির্যাতিতা তরুণী জানান, বছরখানেক আগে কাজের সন্ধানে গুরুগ্রামে যান তিনি। অভিযোগ, কাজ দেওয়ার নাম করে তাঁকে পাঁচজন একাধিকবার ধর্ষণ করে। এমনকী তাঁকে যৌনবৃত্তিতে নামানোর চেষ্টা করা হয় বলেই অভিযোগ। নির্যাতিতার আরও দাবি, পুলিশ বা অন্য কাউকে অভিযোগ জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া দেয়। অবশেষে কোনওক্রমে অভিযুক্তদের কবল থেকে রেহাই পান তরুণী। গুরুগ্রামের সেক্টর ২৯ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।