শ্যুটিং করতে গিয়ে অসুস্থ, তড়িঘড়ি কলকাতায় ফিরলেন পরিচালক সন্দীপ রায়

সত্যজিৎ রায়ের সৃষ্ট ‘নয়ন রহস্য’অবলম্বনে এবার ছবি তৈরি করতে চলেছেন সন্দীপ রায়। ‘হত্যাপুরী’-র পর ফের ফেলুদার গল্প বাংলা ছবির দর্শককে উপহার দেওয়ার প্রস্তুতি চলছে। সেই ছবিরই শ্যুটিং চলছিল চেন্নাইয়ে। গত সপ্তাহেই কাস্ট অ্যান্ড ক্রু নিয়ে শহর ছেড়েছিলেন পরিচালক। কিন্তু,শ্যুটিং শুরুর কয়েকদিন পর থেকেই শুরু হয় কাশি। এরপর ধীরে ধীরে শরীরটা বেশ খারাপ হতে শিরু করে তাঁর। প্রাথমিক পর্যায়ের অনুমান, ভাইরাল ফিভারে আক্রান্ত হতে পারেন বর্ষীয়ান পরিচালক সন্দীপ রায়। আউটডোর শ্যুটিংয়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি কলকাতায় ফিরে আসতে হয় পুরো ইউনিটকে।

error: Content is protected !!