
এশিয়ান কোটায় টোকিও অলিম্পিকে টিকিট পেলেন বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক
করোনার জন্য এশিয়ান চ্যাম্পিয়নশিপ বাতিল হয়ে যাওয়ায় তীব্র হতাশ হয়েছিলেন। তারপরও টোকিও গেমসের টিকিট পেলেন বাংলার মেয়ে প্রণতি নায়েক। গত বার এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভল্টে ব্রোঞ্জ পেয়েছিলেন বাংলার জিমন্যাস্ট। গত বারের পারফরম্যান্সের ভিত্তিতেই অলিম্পিকে নামার স্বপ্নপূরণ হল তাঁর। খবর পেয়ে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন প্রণতি। বলেছেন, ‘গত বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে অলিম্পিকের যোগ্যতা মান ছুঁতে না পারায় খারাপই লেগেছিল। তার পর থেকে তো করোনায় সব কিছুই একের পর এক বাতিল হয়ে গিয়েছে। তার পরও যে অলিম্পিকে নামার স্বপ্নপূরণ হবে, কখনও ভাবিনি।’ সাইয়ের প্রাক্তন কোচ মিনারা বেগমের হাত ধরেই উত্থান হয়েছিল প্রণতির। ছাত্রী অলিম্পিকে নামার ছাড়পত্র পেয়েছেন শুনে মনিরা বললেন, ‘অলিম্পিকের যোগ্যতা অর্জন করার জন্য প্রণতি তৈরি হচ্ছিল। কিন্তু সব ইভেন্টই একের পর এক বাতিল হয়ে গিয়েছে। তার পরও যে ওর স্বপ্নপূরণ হয়েছে, এর থেকে ভালো আর কী হতে পারে!’ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রত্যাশা মতো ফল করতে না পারার আক্ষেপ এখনও রয়েছে। সে সব ভুলিয়ে দেওয়ার জন্য নিজেকে তৈরি করার চেষ্টা করছেন প্রণতি। তাঁর কথায়, ‘করোনার সময় নিজেকে ফিট ও ট্রেনিংয়ের মধ্যেই রেখেছিল। ২০১৮ সাল পর্যন্ত টপ স্কিমের অন্তর্গতই ছিলাম। আশা করি আবার ফিরে আসব। তবে সে সব পরের কথা। অলিম্পিকের জন্য কঠিন পরিশ্রম করতে চাই। যাতে ওখানে নিজের সেরাটা দিতে পারি।’