গুরুতর জখম বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী, কপালে পড়ল ১৩টি সেলাই

গুরুতর আহত হয়েছেন বলিউডের বরেণ্য অভিনেত্রী ভাগ্যশ্রী। পিকলবল খেলতে গিয়ে কপালে আঘাত পেয়েছেন ৫৬ বছরের এই অভিনেত্রী। তাঁর কপালে ১৩টি সেলাই পড়েছে। ভাগ্যশ্রী নিজেই সেই খবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। সোশাল মিডিয়ায় অভিনেত্রী বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানেই দেখা গেল, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভাগ্যশ্রীকে। ভ্রুয়ের কাছে গভীর ক্ষতর সৃষ্টি হয়েছে। কপালে ব্যান্ডেজ নিয়ে হাসিমুখে এক ছবিতে ধরা দিয়েছেন তিনি। সেটা দেখেই বোঝা গেল, তিনি আপাতত খানিক সুস্থ রয়েছেন। আসলে পিকলবল শক্ত হওয়ার ফলে খেলার মাঝে অসতর্ক হলেই যে কারও বিপত্তি হতে পারে। শরীরের কোনও অংশে সজোরে পিকলবল লাগলে গুরুতর চোট পেতে পারেন কেউ। ভাগ্যশ্রীর ক্ষেত্রেও তাই হয়েছে। তবে, অল্পের জন্য রক্ষা পেয়ে গিয়েছে তাঁর চোখ। খবর প্রকাশ্যে আসতেই ভাগ্যশ্রীর অনুরাগীরা তাঁর আরোগ্য কামনা করেছেন। অনেকের পরামর্শ, ‘ভবিষ্যতে খেলার সময়ে আরও সতর্ক থাকবেন।’

error: Content is protected !!