ভুপতিনগরে বোমা বিস্ফোরণে তৃণমূলের বুথ সভাপতি সহ মৃত ৩

হাইভোল্টেজ সভার আগে বিস্ফোরণ। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগরে বোমা বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ি ৷ ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি-সহ ৩ জনের দেহ উদ্ধার হয়েছে ৷ আজ এই জেলাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ৷ পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১১টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই নম্বর ব্লকের ভুপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়া বিরলা গ্রামে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়। কাঁথিতে, শান্তিকুঞ্জের অদূরে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেখান থেকে ৪০ কিলোমিটার দূরে বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভুপতিনগর থানার পুলিশ। কীভাবে বিস্ফোরণ, তা জানা যায়নি অন্যদিকে, বিজেপির অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের দাবি, বিস্ফোরণের সঙ্গে দলের সম্পর্ক নেই। এই ঘটনার পর থেকে থমথমে রয়েছে এলাকা। ঘটনার তদন্ত করছে পুলিশ।

error: Content is protected !!