জি২০ সম্মেলনের দু-দিন আগেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

জি২০ সম্মেলনে যোগ দিতে দু’‌দিন আগেই ভারতে চলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে হতে চলেছে জি২০ সম্মেলন। তার দু’‌দিন আগেই ভারতে চলে আসছেন বাইডেন। সূত্রের খবর, জি২০ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর ভারতে আসছেন জো বাইডেন। এটাই বাইডেনের প্রথম ভারত সফর। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতের উদ্দেশে রওনা দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন। ৮ সেপ্টেম্বর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এরপর শনিবার ও রবিবার জি২০ সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে একাধিক ইস্যু নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রনেতারা। 

error: Content is protected !!