সল্টলেকের ভুয়ো কলসেন্টার থেকে ধৃত ২৭

প্রযুক্তিগত সহায়তার নাম করে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণার দায়ে গ্রেফতার করা হয়েছে ১৪ জন মহিলা সহ মোট ২৭জনকে। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ জানিয়েছে, সল্টলেকে সেক্টর ফাইভের এরগো টাওয়ারের ১৮ তলায় কিছুদিন ধরেই একটি ভুয়ো কল সেন্টার চলছিল। জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের কম্পিউটারে সুপ্রিমো নামে সফটওয়্যারের অ্যাকসেসের মাধ্যমে প্রতারণা চক্রের জাল পেতেছিল প্রতারকরা। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে প্রতারকরা জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফোন করত। নিজেদের মাইক্রোসফট সংস্থার কর্মী হিসাবে পরিচয় দিয়ে প্রযুক্তিগত সহায়তার জন্য আবেদন জানাত।  পুলিশ জানিয়েছে, প্রতারকদের ফাঁদে পা দিলে তাদের বলা হত ওয়েস্টার্ন ইউনিয়ন নামের একটি অনলাইন মানি ট্রান্সফার অ্যাপের ওয়ালেটে রিচার্জ করতে হবে। সেই ওয়ালেটে বিদেশি নাগরিকরা রিচার্জ করলে প্রতারকদের হাতে তথ্য এসে পৌঁছত। যাঁরা ফাঁদে পড়েছেন তাঁদের টাকা ট্রান্সফার করা হত মার্কিন যুক্তরাষ্ট্রের (US) ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এরপর সেই টাকা সুইফ্ট ট্রান্সফার নামের একটি সফটওয়্যার ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্ট থেকে নিয়ে আসত ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। 

error: Content is protected !!