১ এপ্রিল থেকে বন্ধ UPI লেনদেন! লাগু হচ্ছে নয়া নিয়ম

ভারতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার অন্যতম প্রধান নিয়ন্ত্রক ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। সম্প্রতি UPI নম্বরের সঙ্গে লিঙ্ক থাকা পেমেন্ট পরিষেবা আরও নিরাপদ ও সহজ করার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা ১ এপ্রিল থেকে কার্যকর হবে এবং সমস্ত UPI সদস্য ব্যাঙ্ক, UPI অ্যাপ এবং তৃতীয় পক্ষের পরিষেবা প্রদানকারীদের জন্য এটি মানা বাধ্যতামূলক হবে। নতুন এই নিয়ম গ্রাহকদের লেনদেনের অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি নিষ্ক্রিয় বা পুনর্ব্যবহৃত মোবাইল নম্বর সংক্রান্ত সমস্যাগুলিও দূর করবে। নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনও UPI ব্যবহারকারীর ব্যাঙ্কে নিবন্ধিত মোবাইল নম্বর দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকে, তাহলে সংশ্লিষ্ট UPI আইডিও নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ, যে গ্রাহকরা দীর্ঘদিন ধরে তাঁদের ব্যাঙ্কে দেওয়া নম্বরটি ব্যবহার করেননি, তাঁরা UPI পরিষেবা নিতে পারবেন না। নিষ্ক্রিয় নম্বর স্বয়ংক্রিয়ভাবে UPI সিস্টেম থেকে আনলিঙ্ক হয়ে যাবে, ফলে পেমেন্ট লেনদেন বন্ধ হয়ে যাবে। এতে আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে এবং সম্ভাব্য জালিয়াতি এড়ানো সম্ভব হবে। এই পরিস্থিতি এড়াতে, সমস্ত UPI ব্যবহারকারীদের তাঁদের ব্যাঙ্কে নিবন্ধিত মোবাইল নম্বর সক্রিয় রয়েছে কি না, তা নিয়মিতভাবে যাচাই করা জরুরি। যদি নম্বরটি নিষ্ক্রিয় হয়ে যায় বা পরিবর্তন করা হয়, তবে তা ব্যাঙ্কে আপডেট না করলে UPI পরিষেবা বাধার সম্মুখীন হতে পারে। বিশেষজ্ঞদের মতে, নিষ্ক্রিয় নম্বর রিসাইকেল হয়ে অন্য গ্রাহকের হাতে চলে গেলে ব্যক্তিগত লেনদেন সংক্রান্ত ঝুঁকি বাড়তে পারে। তাই প্রতিটি ব্যবহারকারীকে তাঁদের মোবাইল নম্বর সচল রাখা ও নিয়মিত ব্যাঙ্কে আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। টেলিকম বিভাগের নিয়ম অনুযায়ী, যদি কোনও মোবাইল নম্বর ৯০ দিন পর্যন্ত কল, মেসেজ বা ইন্টারনেট ব্যবহারের বাইরে থাকে, তাহলে তা নতুন গ্রাহকের জন্য পুনর্ব্যবহৃত হতে পারে। এই পুনর্ব্যবহৃত বা “চার্নড নম্বর” বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। NPCI-এর নতুন নিয়ম অনুযায়ী, এই সমস্যা দূর করতে ব্যাঙ্ক ও UPI পরিষেবা প্রদানকারীদের নিয়মিতভাবে মোবাইল নম্বর রেকর্ড আপডেট করতে হবে, যাতে লেনদেন নিরাপদ থাকে এবং পুরনো নম্বরের কারণে কোনো গ্রাহকের ব্যক্তিগত তথ্য অন্যের কাছে চলে না যায়।

NPCI-এর নতুন নিয়ম অনুযায়ী, ব্যবহারকারীর ব্যাঙ্ক-ভেরিফাইড মোবাইল নম্বরই হবে UPI শনাক্তকরণ পদ্ধতির মূল ভিত্তি। ব্যাঙ্ক এবং UPI পরিষেবা প্রদানকারীদের প্রতি সপ্তাহে মোবাইল নম্বর যাচাই করতে হবে এবং কোনও সংখ্যাসূচক UPI আইডি বরাদ্দ করার আগে ব্যবহারকারীর অনুমতি নিতে হবে। এই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে না, বরং গ্রাহককে নিজেই এটি চালু করতে হবে। তবে যদি NPCI যাচাইকরণে কোনো বিলম্ব হয়, তাহলে UPI পরিষেবা প্রদানকারীরা সাময়িকভাবে অভ্যন্তরীণ সমাধান করতে পারবে, তবে তাদের অবশ্যই এই বিষয়গুলি নথিভুক্ত করে NPCI-তে প্রতিবেদন পাঠাতে হবে।

error: Content is protected !!