দ্বারভাঙা থেকে দিল্লি যাওয়ার পথে শট সার্কিটের জেড়ে চালক ব্রেক কষতেই ট্রেনের থেকে নেমে পালালেন ‘আতঙ্ক’ যাত্রীরা

এবার আতঙ্কের জেরে ট্রেন থেকে নেমে পড়লেন যাত্রীরা। এমনই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় বিহারের ছাপরায়। জানা যায়, দ্বারভাঙা থেকে নয়া দিল্লি যাওয়ার সময় আচমকাই ট্রেনে শট সার্কিটজাতীয় কিছু ঘটনা ঘটে। যা প্রকাশ্যে আসতেই চালক ট্রেন থামিয়ে দেন। ট্রেন থামাতেই সেখান থেকে নেমে পড়েন যাত্রীরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালে, তদন্ত শুরু হয়। জানা যায়, ট্রেনের কামরায় উঁদুর ঢুকে পড়ে। ইঁদুরের উৎপাতের জেরে শট সার্কিটের মত ঘটনা ঘটে। 

error: Content is protected !!