বড়দিনের গভীর রাতে ডরিনা ক্রসিংয়ে বাইক নিয়ে গার্ডরেলে ধাক্কা, মৃত বাইক চালক

সোমবার গভীর রাতে নিউমার্কেট থানা এলাকায় বেপরোয়া বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ৩২ বছরের এক যুবক। ডরিনা ক্রসিংয়ে বাইক নিয়ে গার্ডরেলে ধাক্কা মারেন রাহুলকুমার তিওয়ারি নামে ওই যুবক। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। রাহুল হাওড়ার বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে খবর, রাহুলের মাথায় হেলমেট ছিল না। হেলমেট বাইকের পাশে ঝোলানো অবস্থায় ছিল বলেই পুলিশ সূত্রে খবর। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কি না তাও দেখা হচ্ছে পুলিশের তরফে।

error: Content is protected !!