
বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের জন্য বিধানসভার অধ্যক্ষ হলেন বিমান বন্দ্যোপাধ্যায়
বিধানসভার অধিবেশন কক্ষে শাসকদলের সর্বসম্মতি ক্রমে অধ্যক্ষ নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তৃতীয়বার। আজ, শনিবার অধ্যক্ষ নির্বাচনে বিজেপির কোনও বিধায়ক আসেননি। তাই ধ্বনি ভোটেই অধ্যক্ষ নির্বাচিত করা হয়। এদিন, প্রধানত অধ্যক্ষ নির্বাচনের জন্যই অধিবেশন হয়। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অধ্যক্ষ হিসাবে বিমান বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, নির্মল ঘোষরা সেই প্রস্তাবকে সমর্থন করেন। বিরোধী কেউ না থাকায় কোনওরকম সমস্যা ছাড়াই অধ্যক্ষের নামে সিলমোহর পড়ে। এরপর অধ্যক্ষকে উত্তরীয় পরিয়ে বরণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে আসন পর্যন্ত এগিয়েও দেন মমতা। অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পরই বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভা ক্রমেই বর্ণময় হয়ে উঠেছে। এখানে শিক্ষক রয়েছেন, সিনেমা জগতের সঙ্গে জড়িত মানুষজন রয়েছেন। শেষে সকলকে মনে করিয়ে দেন বিধানসভার গরিমা বজায় রাখার দায়িত্ব কিন্তু সকলের।