আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে আনারুলকে পদে রেখেছিলাম, বিস্ফোরক অনুব্রত মন্ডল
আনারুলকে আগেই ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । কিন্তু স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই আনারুলকে আর সরানো হয়নি ৷ জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই চিঠিতে অনুরোধ করা হয়েছিল আনারুল হোসেনকে তাঁর পদ থেকে না সরানোর ৷ এই চিঠির সত্যতা স্বীকার করে নিয়েছেন অনুব্রত মণ্ডলও ৷ এই চিঠি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “এটা ঠিক যে আশিসদা আমাকে অনুরোধ করেছিলেন আনারুলকে রাখার জন্য ৷ আশিস বন্দ্যোপাধ্যায় দলের সিনিয়র লোক, এলাকার বিধায়ক ৷ ওর কথাতেই আর আনারুলকে সরালাম না ৷ ভোটের ফল খারাপ হওয়ায় ও ওর বিরুদ্ধে কিছু অভিযোগ থাকায় ওকে সরিয়ে দিতে চেয়েছিলাম ৷ তবে সাংবাদিকরা এই চিঠি কীভাবে পেয়ে গেল আশ্চর্য হচ্ছি । আশিসদা অনুরোধ করেছিলেন ওকে পঞ্চায়েত ভোট পর্যন্ত পদে রেখে দেওয়ার ৷”