প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার বিষেণ সিং বেদী, শোকপ্রকাশ মোদি-মমতার

আজ ৭৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন কিংবদন্তি স্পিনার বিষেণ সিং। দেশের সেরা বাঁ হাতি স্পিনার তিনি। দেশের হয়ে ৬৭ টেস্টে ২৬৬ উইকেট নিয়েছেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) লিখেছেন, “তাঁর দুর্দান্ত বোলিংয়ে একাধিক চিরস্মরণীয় জয় পেয়েছে ভারত। ভবিষ্যৎ প্রজন্মকেও তিনি অনুপ্রাণিত করবেন। তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই।” ভারতীয় ক্রিকেটের প্রাক্তন এই অধিনায়কের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেদীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, “নিজের দুর্দান্ত বোলিংয়ে দেশকে অবিস্মরণীয় সব জয় উপহার দিয়েছেন। তাঁর নাম লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে গাঁথা রয়েছে। মহান অধিনায়ক ছিলেন। তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই।” 

error: Content is protected !!