কর্মীদের উপর হামলার অভিযোগে মাটিগাড়ায় বিজেপির ১২ ঘণ্টা বনধ
বিজেপির মণ্ডল সভাপতি ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ। অভিযোগের তির রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় সোমবার সকাল থেকেই বনধের সমর্থনে ময়দানে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা। প্রথমে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। যার ফলে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে মাটিগাড়া থানার সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। যদিও বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জোর করে বাটি করা এলাকার দোকানপাট বন্ধ করানোর।গতকালই প্রতিবাদে মাঝরাতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মী-সমর্থকদের। পাশাপাশি আজ ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয় বিজেপির তরফে। প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়েও। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।