আগামী ২২ এপ্রিল নবান্ন অভিযান বিজেপির
রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি, রামপুরহাটের বগটুই-এর ঘটনা, আনিস হত্যার ঘটনায় সিবিআই তদন্ত, নারী নির্যাতন, এসএসসি দুর্নীতি, বেকার সমস্যা, পুলিশি অত্যাচার-সহ একাধিক দাবীতে ২২ এপ্রিল নবান্ন অভিযান ডাক বিজেপির । রামপুরহাট ইসুতে বিজেপি কলকাতায় মহামিছিলের ডাক দেয় । সেই মিছিল শেষে শুভেন্দু অধিকারির ঘোষণা করেন এপ্রিলের শেষে নবান্ন অভিযান হবে । সেই মত বিজেপির রাজ্য নেতৃত্ব বৈঠকে বসেন । সেই বৈঠকে ২২-২৬ এপ্রিল দুটি তারিখ চূড়ান্ত হয়েছে বলে জানা যাচ্ছে । তার মধ্যে ২২ এপ্রিল নবান্ন অভিযানের তারিখ চূড়ান্ত হয় । রাজ্য সরকারের একাধিক নীতির প্রতিবাদে এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতিরময় সিং মাহাত এবিষয়ে বলেন, “২২ এপ্রিল নবান্ন অভিযানের তারিখ নিয়ে দলে আলোচনা হয়েছে । আমরা এই অভিযান কে সফল করতে রাজ্য জুড়ে প্রচারে নামব ৷”