প্রার্থী বদলের দাবিতে আমরণ অনশনে বিজেপির নেতা-কর্মীরা
প্রার্থী নিয়ে কোথাও কোনও অসন্তোষ নেই বলে গতকালই আরামবাগে এসে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এ দিন সন্ধে থেকেই সিঙ্গুরের দলীয় প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বদলের দাবিতে আমরণ অনশন শুরু করলেন স্থানীয় বিজেপি নেতাকর্মীদের একটা বড় অংশ। তৃণমূল-ত্যাগী দেবব্রত বিশ্বাসকে সপ্তগ্রামে প্রার্থী করা হতে পারে, এই আশঙ্কায় গত রবিবার বিক্ষোভ দেখিয়েছিলেন সেখানকার গেরুয়া শিবিরের লোকজন। দেবব্রতকেই প্রার্থী করা হয়েছে। তবে, এ দিন সে কথা
জানার পরে সপ্তগ্রামে কোনও অসন্তোষ সামনে আসেনি। গত রবিবার বিজেপি প্রাথী-তালিকা ঘোষণা করা ইস্তক সিঙ্গুর থেকে তৃণমূল-ত্যাগী রবীন্দ্রনাথকে বদলের দাবি উঠছিল দলের অন্দর থেকে। সেই দাবি রাজ্য নেতৃত্বের কাছেও পৌঁছেছে। কিন্তু এখনও প্রার্থী বদল না-হওয়ায় বৃহস্পতিবার থেকে সিঙ্গুর স্টেশন লাগোয়া বুড়োশান্তি মাঠে মঞ্চ বেঁধে আমরণ অনশন শুরু করলেন বিজেপির মোট আটজন স্থানীয় সংগঠনের পদাধিকারী। তাঁদের দাবি, তাঁদের সঙ্গে সিঙ্গুরে ২৭৭টি বুথের সভাপতি, সিঙ্গুরে দলের জেলা কমিটির তিন সহ-সভাপতি এবং রাজ্য কমিটির স্থানীয় তিন সদস্য-সহ প্রত্যেক পদাধিকারী রয়েছেন।