রামপুরহাট কাণ্ডঃ দিল্লিতে অমিত শাহের সঙ্গের দেখা করল বিজেপি সাংসদদের প্রতিনিধিদল

রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই । রাজ্যে অবিলম্বে ৩৫৬ ধারা প্রয়োগের দাবিতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গের দেখা করল বিজেপি সাংসদদের প্রতিনিধিদল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে দিল্লিতে বিজেপির প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এই দাবি জানালেন এরাজ্যের বিজেপি সাংসদরা । প্রতিনিধিদলে ছিলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং ও লকেট চট্টোপাধ্যায়ের মত সাংসদরা। তাঁদের দাবি, রামপুরহাটে অন্ততপক্ষে ১২ জন সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হয়েছে । রাজ্যের পুলিশমন্ত্রীকে এই ঘটনার দায় নিতে হবে । 

error: Content is protected !!