মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। কোচবিহারে মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিয়ো ক্লিপ দিয়ে অভিযোগ। কোচবিহারে জনসভায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘অপত্তিকর ভাষা কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। কোচবিহারের মাথাভাঙার গুমানির হাটে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যার বিয়ে সে নিজেই পুরোহিত। বিজেপি আর নির্বাচন কমিশন এক হয়ে কাজ করছে।’ মোদীর কোচবিহার সফর নিয়েও কটাক্ষ করেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আজ একজন আসবেন যিনি এসেই কাঁদবেন। কুমিরের মতো কান্না সব।’ 

error: Content is protected !!