আসানসোলে পাকিস্তানের পক্ষে স্লোগান! প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও

ওয়াকফ বিরোধী মিছিলে পাকিস্তানের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগ ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে দাবি উঠেছে ৷ যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি । সেই ভিডিয়ো ঘিরেই উত্তাল আসানসোল ৷ এই ঘটনার প্রতিবাদে শুক্রবার আসানসোল উত্তর থানা ঘেরাও করতে গিয়েছিলেন বিজেপির নেতা-কর্মীরা । তাঁদের এই প্রতিবাদ কর্মসূচি ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ বিজেপির নেতা-কর্মীরা আসানসোল উত্তর থানার সদর দরজা বন্ধ করে দেন । বৃহস্পতিবার আসানসোল বাজার এলাকায় ওয়াকফ বিরোধী একটি মিছিল সংগঠিত করেন সংখ্যালঘু নেতা ও বাসিন্দারা । অভিযোগ, আসানসোল উত্তর থানার রেলপার শফিমোড় এলাকায় এই মিছিল যখন যায়, তখন সেখানে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দেওয়া হয় । সেই রকমই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় । এই ভিডিয়ো নিয়ে বিজেপি নেতারা সোশাল মিডিয়াতে গতকাল থেকেই প্রতিবাদ জানাতে শুরু করেন । যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । শুক্রবার এই ঘটনার প্রতিবাদে নামেন বিজেপির নেতাকর্মীরা । বিজেপি নেতা অরিজিৎ রায়ের নেতৃত্বে আসানসোল উত্তর থানা ঘেরাও করা হয় এবং তীব্র বিক্ষোভ দেখানো হয় । অবিলম্বে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলা দেশদ্রোহীদের গ্রেফতার করার দাবি জানানো হয় পুলিশের কাছে । পুলিশের সঙ্গে বচসার জেরে বিজেপি নেতা অরিজিৎ রায় এবং বিজেপি কর্মীরা, আসানসোল উত্তর থানার গেট লাগিয়ে দেয় । দীর্ঘক্ষণ ধরে তাঁরা সেখানে ধর্না অবস্থান করেন ।

error: Content is protected !!