‘সবটাই বিজেপি ও কেন্দ্রের ছক, যেমন CBI-এর এফআইআরে নাম থাকা শুভেন্দুকে গ্রেফতার করে না’, এনআইএ তদন্তের পর বিস্ফোরক কুণাল

রামনবমীতে অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ নিয়ে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। একদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি সাম্প্রদায়িক অশান্তি করে রাজ্যে এনআইএ আনার ছক কষে। এটা কেন্দ্র ও বিজেপির প্লট। পালটা দিয়েছে বিজেপি। রাজ্য়ের বিরোধী দলনেতার দাবি, রাজ্যের তথ্য গোপনের ষড়যন্ত্র ধরতে পেরেছে। হাই কোর্টকে ধন্যবাদ। টুইটারে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপিকে আড়াল করে। মুঙ্গেরবাহিনী নিশ্চিন্ত হল। তাঁর সংযোজন, “বিজেপি ও কেন্দ্রের প্লট: প্রথমে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করো, তারপর এনআইএ-র প্রবেশের মঞ্চ করে দাও। বিজেপি শাসিত রাজ্যগুলি এনআইএ দেখতে পায় না।” বিরোধী দলনেতাকে খোঁচা দিয়ে কুনাল বলেন, “যেমন সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দু, বিজেপিতে যাওয়ায় CBI গ্রেপ্তার করে না।”

error: Content is protected !!