হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন অর্জুন সিং, একদিনের জন্য গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ

কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন ব্যারাকপুরের বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং ৷ বৃহস্পতিবার আদালতে শুনানির আগে পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না ৷ বুধবার মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷উল্লেখ্য, ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনায় ব্যারাকপুর মহকুমা আদালত অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ৷ অন্যদিকে, অর্জুন সিং তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ২৮ মার্চের এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এ দিন ৷ সেই মামলার শুনানি হবে আগামিকাল ৷ তার আগে অর্জুনকে গ্রেফতার করা যাবে না-বলে জানিয়েছে হাইকোর্ট ৷উল্লেখ্য, ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির সামনে গত ২৬ মার্চ গুলি চলে ৷ যা অর্জুন সিং চালিয়েছিলেন বলে অভিযোগ করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ যে ঘটনায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ৷ ওই তৃণমূল কর্মী গুলিতে জখম হয়েছেন বলে অভিযোগ ৷ সেই ঘটনাতেই অর্জুনের বিরুদ্ধে জগদ্দল থানায় এফআইআর দায়ের হয় ৷ ইতিমধ্যে, পুলিশ ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য মোট পাঁচবার তলব করে ৷ কিন্তু, প্রতিবারই হাজিরা এড়িয়েছেন অর্জুন ৷ এমনকি জগদ্দল থানা তাঁকে সমন পাঠিয়ে অর্জুনের রিভলবার সংক্রান্ত নথি চেয়েছিল ৷ রিভলভার লাইসেন্সপ্রাপ্ত কি না, তা জানতে চেয়েছে পুলিশ ৷ পাশাপাশি, মজদুর ভবনের সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশের সঙ্গে দেখাও করতে নির্দেশ দেওয়া হয় অর্জুন সিংকে ।কিন্তু, প্রতিবারই পুলিশি তলব এড়িয়ে গিয়েছেন বিজেপি নেতা অর্জুন ৷ ফলে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে ব‍্যারাকপুর মহকুমা আদালতে মামলা দায়ের করে জগদ্দল থানার পুলিশ । সেই মামলার প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ব‍্যারাকপুর মহকুমা আদালতের তরফে ৷ তবে, এ দিন কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই গ্রেফতারি পরোয়ানা থেকে একদিনের জন্য স্বস্তি পেলেন তিনি ৷

error: Content is protected !!