কয়লাচুরির মামলায় ১৪ দিনের জেল হেফাজতে বিজেপি নেতা রাজু ঝা

আদালতে আত্মসমর্পনের পরেই গ্রেফতার করা হল বিজেপি নেতা রাজু ঝাকে। দুর্গাপুরের বাসিন্দা কয়লা ব্যবসায়ী রাজেশ ঝা ওরফে রাজু সোমবার বাঁকুড়া আদালতে আত্মসমর্পণ করেন। যেখানে আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এরপরেই বাঁকুড়া সংশোধনাগারে পাঠানো হয় এই কয়লা ব্যবসায়ীকে। সরকারি আইনজীবী অরুণকুমার চট্টোপাধ্যায় জানান, ২০০৫ সালে, রাজু ঝার বিরুদ্ধে বাঁকুড়ার মেজিয়া থানায় কয়লা চুরির একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় রাজু ঝা নামে অন্য এক ব্যক্তি আদালতে হাজিরা দেন বলে অভিযোগ। সেই জাল হাজিরা আদালত ধরে ফেলে এবং এরপরেই আদালত রাজু ঝা’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তারপরেও বেশ কয়েকবার থানায় হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু তিনি আসেননি। অবশেষে সোমবার বাঁকুড়ায় অ্যাডিশনাল সেশন জজের (সেকেন্ড কোর্ট) কাছে আত্মসমর্পণ করেন রাজু ঝা। গত বছর ২১ শে ডিসেম্বর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন। এমনকি বিধানসভা নির্বাচনে তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনা নিয়েও জনমানসে জোর চর্চা ছিল।